সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির কর্মি সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩সেপ্টেম্বর) বিকালে কালিকচ্ছ ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কাবির, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক মৃধা, সাধারন সম্পাদক এমদাদুল হক সালেক, যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ আলী নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সুত্রধর, সরাইল উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাজমা বেগম।
এছাড়াও সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ও কালিকচ্ছ জাতীয় পার্টির সভাপতি ছায়েদ হোসেন, সাধারন সম্পাদক আবুল ফাতাহ মাশুক ভূট্টু, যুগ্ম সাধারন সম্পাদক আক্তার মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জু সর্দার, সদস্য কামাল মিয়া, সরাইল উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক হুসাইন শাওন, যুগ্ম আহ্বায়ক হোসাইন মো. আজাদ, যুগ্ম আহ্বায়ক শেখ মামুন, সদস্য সচিব রাসেল লস্কর প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।