রুবেল মিয়া,সরাইল প্রতিনিধিঃ
সরাইলে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আয়োজনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন এ জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. বেলাল মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ মিয়া।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জুরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আরব আলী।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানরা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।