মোঃরফিকুল ইসলাম লাভলু।
বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত জাতীয় আধুনিক সংগঠন জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ(এসইউএসবি)এর সাংগঠনিক আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২মার্চ শনিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম শহরের কদমতলীস্থ চট্টগ্রাম কার্যালয়ে সংগঠনের সভাপতি শিব্বির আহমদ ওসমানের সভাপতিত্বে, সিনিয়র সহ সভাপতি এম এ ছবুরের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন,সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নেই,এ সংগঠনটি হতে পারে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন।সারাদেশব্যাপী সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে,সংগঠনের গতি বৃদ্ধি ও শক্তিশালী করার লক্ষ্যে,বিভিন্ন জেলায় কমিটি গঠন করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,দৈনিক একুশে সংবাদ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এম এ আজিজ কিরণ,সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন,কেন্দ্রীয় নেতা নুরুল আবছার কায়সার,দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃশফিকুল ইসলাম,দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ জুবাইর,দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ব্যুরো প্রধান এম মাসুদ আলম সাগর,রফিকুল ইসলাম,নাছির উদ্দিন,সাদ্দাম হোসেন রিফাত,জয়নাল আবেদিন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।