বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল পাশা সহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৩) বিশেষ অভিযানে, ঢাকা সিটি করপোরেশনের খিলগাঁও এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন আব্দুল্লাপুর গ্রামের মৃত হাজী মমতাজ উদ্দিন চৌধুরী ছেলে (১ নং আসামি) কামাল পাশা চৌধুরী, মৃত মোহাম্মদ আলীর ছেলে (২ নম্বর আসামি) গোলাম মোস্তফা ও মৃত আজগর মিয়ার ছেলে (৭৩ নং আসামি) ফরিদ মিয়া।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১জুলাই মঙ্গলবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল পাশা গ্রুপ, ফরহাদ আহমেদ গ্রুপের বাড়িতে (বাঘা বাড়ি) হামলা করে। এসময়, মারপিট, লুটপাট ও বাড়ি-ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে, উভয় পক্ষের ৩৫ জন আহত হন।
এই ঘটনায় ২ জুলাই ফরহাদ আহমেদ গ্রুপের সোহেল মিয়া বাদী হয়ে, খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল পাশাসহ ১১৭জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেকে পালিয়ে ছিলেন কামাল পাশা।
মামলার বাদী সোহেল মিয়া বলেন, কামাল পাশা গ্রুপ আমাদের মারপিট করে বাড়িতে লুটপাট ও আগুনে জ্বালিয়ে দেওয়ার পর থেকে আতংকে দিন কাটে। মামলার আসামিরা জামিনে এসে, বাড়ির সামনে রাস্তায় উস্কানিমূলক হৈচৈ করে, ভয়ে থাকি কখন কি হয়।
এই বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন জানান, ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব, আমরা গ্রেফতারকৃতদের আন্তে যাচ্ছি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।