নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ কাঞ্চন’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা।
আজ রবিবার ( ৯ জুন ২০২৪ ইং) এক শোকবাণীতে সাবেক এই জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একান্ত সহচর সাবেক সংসদ হিসেবে দেশ ও জাতির সেবায় এবং তৎকালীন জিয়াউর রহমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে অসাধারণ ভূমিকা রেখেছিলেন।
তাঁর এই অবদান দেশ ও জাতি সবসময় স্মরণ রাখবে বলে সাবেক এই জেলা প্রশাসক উল্লেখ করেন।
আব্দুর রহিম মোল্লা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ফরহাদ আহমেদ কাঞ্চন (৮০) গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।