করিমগঞ্জ প্রতিনিধি:
করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে কমিটি হস্তান্তর করেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস।
এ সময় করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, বিএনপি নেতা আলী হোসেন খান পল্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশাররফ হোসেন, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক কনক, যুগ্ম আহ্বায়ক রকি ভূইয়া, নূরে আলম রাসেল, মোকছেদুল মমিন সবুজ, শরীফ উদ্দিনসহ যুবদলের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৩১ ডিসেম্বর স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।