নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেছেন, শুধুমাত্র স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবে । তবে কোনো দাগী, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি সদস্য হতে পারবে না ।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শরীফুল আলম বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে- কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি পিপি জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ও সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের ও পুরাতন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।