নিজস্ব প্রতিনিধিঃ
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ইসলামি সংগঠন “হেফাজতে ইসলাম বাংলাদেশ” কিশোরগঞ্জ জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মাওলানা শাব্বির আহমদ রশিদ এবং সাধারণ সম্পাদক মাওঃ হিফজুর রহমান খানকে নির্বাচিত করা হয়েছে।
আজ রবিবার (২০ জুলাই) বিকালে ঐতিহাসিক শহীদী মসজিদের ৩য় তলায় হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজন এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওঃ মহিউদ্দিন রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওঃ আতাউল্লাহ আমিন। সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।
এছাড়াও ঘটিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি মাওলানা ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল মুমেন শেরজাহান। সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহিমকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য যে জেলার ১৩ উপজেলার সম্মানিত শুরার সদস্যগণ উপস্থিত ছিলেন। সকলের কন্ঠভোটে কমিটি গঠন করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।