বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী বাংলাদেশ স্কাউটসের জাতীয় সেবা পদক ও সার্টিফিকেট পেয়েছেন।
শনিবার (১২ জুলাই) কিশোরগঞ্জ জেলা রোভারের ১১তম বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় তিনি বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সেবা পদক-২০২২ গ্রহণ করেন। এসময় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী এলটি তাকে এই পদক পরিয়ে দেন।
বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, বৃষ্টি, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সাহসী ও গৌরবময় অবদানের জন্য তাকে এই পদক দেওয়া হয়। করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুল্লাহর সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক গাজী খালেদ মাহমুদের সঞ্চালনায় আয়োজিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ময়মনসিংহ বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর মো. সামসুজ্জামান, বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান এএলটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার স্কাউট লিডাররা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।