1. admin@haortimes24.com : admin :
হোসেনপুরে বৃষ্টির পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব - হাওর টাইমস ২৪
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!
শিরোনাম
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!

হোসেনপুরে বৃষ্টির পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব

  • প্রকাশ কাল সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত হয়েছে

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রতিনিধিঃ

কথায় আছে,’মাছে ভাতে বাঙালি’। মাছ ও বাঙালি একইসুত্রে গাঁথা৷ কিশোরগঞ্জের হোসেনপুরে টানা দুদিনের বৃষ্টিতে চারিদিক পানিতে থৈ থৈ। পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব। বর্শি,বিভিন্ন ধরনের জাল,বানা, পলো,চাঁই সহ নানা ধরনের ফাঁদ ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেসহ নানা পেশার মানুষ।

জানা যায়,গত বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃস্টিতে পুকুর, মাঠ ঘাট সবই তলিয়ে যায়। এতে করে চাষকৃত পুকুরের মাছ চারদিকের পানিতে ছড়িয়ে পড়ে। এসব মাছ ধরে ব্যস্ত সময় পার করছে স্থানীয়রা।

গত রবিবার ও সোমবার এ উপজেলার কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় বিভিন্ন বয়সের শতশত মানুষ মাছ শিকারে ব্যস্ত৷ কেউ জাল পেতে বসে আছেন, আবার কেউ বর্শি ফেলে বসে আছেন। এসব বর্শি ও জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই, কাতল, তেলাপিয়া সহ নানান জাতের দেশীয় মাছ।

উপজেলার ঢেকিয়া,ধূলজুরী,বর্শিকুড়া,দপুমদী,দরিয়াবাদ,
গোবিন্দপুর,নিরাহারগাতী, বিলচাতল,জামাইল গ্রামে গিয়ে দেখা যায় চাষকৃত ফিশারীর পাশ্ববর্তী ধানক্ষেত ও বিলে মানুষ মাছ শিকারে ব্যস্ত। ধূলজুরী গ্রামের কাঠমিস্ত্রী খোকন মিয়া জানান, তিনি এ পর্যন্ত দুদিনে নিজের খাবারের জন্য রেখেও প্রায় তিন হাজার টাকার মাছ বিক্রি করেছেন৷ বর্শিকুড়া গ্রামের দুলাল মিয়া জানান- প্রায় বিশ হাজার টাকার মাছ মেরেছে। দ,পুমদী গ্রামে টিটু মিয়া বলেন – জাহী জাল দিয়ে এই বৃষ্টিতে প্রায় ৩০ হাজার টাকার মাছ ধরেছে।

ডাহরা গ্রামেন সঞ্জিত চন্দ্র শীল জানান, তিনি বছরে মাঝে মাঝে জাল ফেলে মাছ ধরেন। তবে এবারের মাছ ধরার চিত্র ভিন্ন।জাল ফেললেই বড় বড় মাছ ও মাছের পোনা উঠছে। বিলচাতল গ্রামের কয়েকজন জানান, এ বছরের মতো পানি গত ৩০ বছরেও হয়নি৷ ওই এলাকার একেক জন প্রায় এক মন দুই মন মাছ শিকার করেছেন।

এদিকে, বিভিন্ন এলাকায় সস্তা দামে মাছ বিক্রি করতেও দেখা গেছে অনেককে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST