নিজস্ব প্রতিনিধিঃ
এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত বৃহৎ সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের হোসেনপুর উপজেলা শাখার ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও অনুমোদিত হয়েছে।
গঠিত কমিটিতে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিনকে সভাপতি ও গড়বিশুদিয়া ডিএইচডি দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ শামছুল আলম সাধারণ সম্পাদক এবং হোসেনপুর বিএম কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম মৃধাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) অনুমোদিত এই কমিটিতে হোসেনপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি অনুমোদন করেন জেলা সভাপতি মাজহারুল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ।
শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।