মো: সোহেল মিয়া, হোসেনপুর থেকেঃ
শিশুর মেধা বিকাশ ও পরীক্ষায় ভাল ফলাফলের জন্য জাদুর কাঠির দরকার নেই। প্রয়োজন কিছু কৌশল অবলম্বনের। আর এমনই কিছু ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে ইতিমধ্যে হোসেনপুর উপজেলার সেরা বিদ্যাপীঠ হিসেবে আলোচনার জন্ম দিয়েছে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উৎসবমূখর পরিবেশে ফলাফল ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলাতানা। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ও সকল অভিভাবকদের আপ্যায়ন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা কিশোর ভুপেন্দ্র, মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম তারেক নেওয়াজ, আড়াইবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চানমিয়া, মডেল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক জহিরুল ইসলাম খোকন, শিক্ষক মোবারক হোসেন,আওয়ামীলীগ নেতা বদরুল আলম সাজন প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।