1. admin@haortimes24.com : admin :
১৬ বছর পর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি ছাইফুল্লাহ পুনর্বহাল - হাওর টাইমস ২৪
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল
শিরোনাম
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল

১৬ বছর পর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি ছাইফুল্লাহ পুনর্বহাল

  • প্রকাশ কাল রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত হয়েছে

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ঈদগাহ শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে মুফতি এ. কে. এম ছাইফুল্লাহকে ১৬ বছর পর পুনর্বহাল করা হয়েছে।

জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতনের পর সর্বত্রই পরিবর্তনের হাওয়া বইছে। সেই পেক্ষাপট আর ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগকৃত ইমামও পরিবর্তনের দাবি উঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সোচ্চার প্রতিবাদের আওয়াজ উঠে কিশোরগঞ্জের সচেতন মহলের পক্ষ থেকে। তাদের দাবি, ‘চাপিয়ে দেওয়া’ ইমামকে অবিলম্বে সরিয়ে মোতাওয়াল্লী কর্তৃক নিযুক্ত আগের ইমাম সর্বজন প্রশংসিত মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহকে আবারও ইমামের দায়িত্ব দেয়ার।

আজ রবিবার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় ঈদগাহ পরিচালনা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া জানান, এবার ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি এ. কে. এম ছাইফুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোছা. মুস্তারী কাদেরী, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, সেনা ক্যাম্পের মেজর রায়হান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী ও সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জিপি এডভোকেট জালাল মো. গাউস, পিপি এডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স, জেলা গণ অধিকার পরিষদের নেতা অভি চৌধুরী প্রমুখ।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তে মুফতি এ. কে. এম ছাইফুল্লাহকে শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে পুনর্বহাল করা হয়। এছাড়া হয়বতনগর এ. ইউ কামিল মাদ্রাসার তফসির বিভাগের প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাইকে বিকল্প ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুফতি এ. কে. এম ছাইফুল্লাহ (কামিল হাদিস/ এমএ প্রথম শ্রেণি, কামিল ফিকহ/ এমএ প্রথম শ্রেণি, কামিল তাফসির/ এমএ প্রথম শ্রেণি,  ইসলামিক স্টাডিজ এমএ দ্বিতীয় শ্রেণি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এমএ দ্বিতীয় শ্রেণি (জাতীয় বিশ্ববিদ্যালয়), এমফিল ফোর্সওয়ার্ক ২০০২–২০০৫ ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ২০০৪ সন থেকে ২০০৯ সন পর্যন্ত শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৯ সনের ২ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার চাপে তৎকালীন জেলা প্রশাসক বৈধ ইমাম মুফতি এ. কে. এম ছাইফুল্লাহকে সরিয়ে দেয়। ওয়াকফ দলিলকে তোয়াক্কা না করে তৎকালীন জেলা প্রশাসক ইমাম হিসেবে নিয়োগ দেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে। তখন এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সঞ্চার হয়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করে ঈদজামাত নিয়ন্ত্রণ করে।

মুফতি এ. কে. এম ছাইফুল্লাহর পিতা সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা এ. কে. এম নূরুল্লাহ টানা ৩০ বছর শোলাকিয়া ঈদগাহের অবৈতনিক ইমাম ছিলেন।

এবারের ১৯৮ তম ঈদুল ফিতরের জামাত সকাল ১০ টায় শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। দূরের মুসল্লীদের সুবিধার্থে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। সকালে একটি ট্রেন ভৈরব থেকে এবং অপরটি ময়মনসিংহ থেকে ছেড়ে আসবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ঈদজামাত শেষে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে পূ্র্বের গন্তব্যে ফিরে যাবে ট্রেনদুটি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST