1. admin@haortimes24.com : admin :
৫ টাকায় লাখ টাকা ঋন পেতে ভৈরবে হাজারো নারী পুরুষের ভীড় - হাওর টাইমস ২৪
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল
শিরোনাম
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল

৫ টাকায় লাখ টাকা ঋন পেতে ভৈরবে হাজারো নারী পুরুষের ভীড়

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ” লিখা নামে লিফলেট দেখিয়ে এক লাখ টাকা করে লোন দেয়ার আশ্বাসে সাধারণ মানুষের কাছ থেকে চলছে অর্থ আদায়।

সহজ কিস্তিতে ১ লাখ টাকা লোন পেতে ভৈরব বাজরের ঋষিপট্টিতে হাজারো নারী পুরুষ ৫ টাকা দিয়ে ফরম পুরণ করছেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি দেখে সদস্য সংগ্রহকারিরা সটকে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ভৈরব বাজারের ঋষিপট্টির রাস্তার মোড়ে কয়েকজন নারী টেবিল নিয়ে বসে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নারী পুরুষদের কাছ থেকে জনপ্রতি ৫ টাকা করে নিয়ে সদস্য সংগ্রহ করছেন। তাদের লক্ষ্য ২০ লাখ সদস্য সংগ্রহ করতে হবে। সদস্য করতে নেয়া হচ্ছে এন আই ডি কার্ড এর ফটোকপি
ও মোবাইল নাম্বার। সদস্য হওয়ার পর লটারীর মাধ্যমে সদস্যদের ১ লাখ টাকা করে লোন দেয়া হবে। তবে লোনের টাকা কবে নাগাদ পাওয়া যাবে তার কোন সুনির্দিষ্ট সময় বলতে পারছেনা সদস্য সংগ্রহকারিদের কেউ।

লাখ টাকা লোন/ঋন পেতে গত ১ মাস যাবত সকাল থেকে বিকাল পর্যন্ত নানা বয়সের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভীড় করছে ঋষি পট্টির রতন বর্মনের বাড়িতে। অনেক আশা আকাঙ্খা নিয়ে সদস্য পদ সংগ্রহ ও ১ লাখ টাকা লোন পেতে সাধারণ মানুষগুলো অনেক দূর দুরান্ত থেকে এসে ঋষিপট্টিতে জড়ো হচ্ছেন।

রতন বর্মন এ ভাবে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় লাখ টাকা উত্তোলন করেছেন বলে জানান এলাকাবাসি। সদস্য সংগ্রহের নামে উত্তোলনের টাকার অর্ধেক নেয় সদস্য ফরম পূরণকারি নারীরা বাকি অর্ধেক নেন রতন বর্মন নিজে।

প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অটোরিক্সা, ইজিবাইক দিয়ে শত শত নারী পুরুষ তাদের এন আইডি কার্ডের ফটোকপি দিয়ে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে একটি ফরম পুরণ করতে বাজারের ঋষিপট্টিতে এসে জড়ো হচ্ছে। কেউ বা রিক্সা থেকে নামছে আবার কেউ কেউ তাদের নাম লিপিবদ্ধ করছে।

এসকল লোকদের কেউবা কৃষক আবার কেউবা অসচ্ছল পরিবারের লোকজন। তারা অনেক আশা নিয়ে এখানে এসে ফরম লিপিবদ্ধ করছেন যাতে স্বল্প সুধে ১ লাখ টাকা করে লোন পাওয়ার জন্য।

সদস্য হতে আসা ফিরোজ মিয়া, মোরশেদ মিয়া, পরিস্কার বেগম, জালাল উদ্দিন ও ছালেহা বেগমসহ আরো কয়েকজন বলেন, আমরা জানতে পেরেছি ঋষিপট্টিতে রতন বর্মন নামে জনৈক ব্যক্তি ৫ টাকা দিয়ে একটি ফরম পুরণ করলে পরবর্তীতে তাকে ১ লাখ টাকা করে বিনা সুধে লোন দেয়া হবে। তাই আমরা অনেক দূর থেকে লোন পাওয়ার আশায় এখানে এসেছি। এসে দেখি সব উলট পালট হয়ে গেছে। আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে রিক্সা অটো দিয়ে এখানে আসা আর সময় নষ্ট দুটোই বিফলে গেছে।

টাকা উত্তোলনকারি শেউলি দাশ, শিবা রানী দাশ, দীপা বলেন রতন আমাদেরকে বলেছে জন প্রতি ৫ টাকা করে নিয়ে ২০ লাখ লোককের সদস্য ফরম পুরণ করতে হবে। তাহলে তোমরা অনেক টাকা রোজি করতে পারবে। আমরা যেহেতু ঘরে বসে থাকি তাই ভাবলাম কাজটা মন্দনা। প্রতিদিন কিছু লোকের ফরম পুরন করে দিয়ে ভাল একটা টাকা রোজি করতে পারি।

বিপাশা নামে আরেক কর্মী বলেন, আমি গত কয়েকদিনে ৮ হাজার টাকা সদস্য ফরম পুরণ করে দিয়ে পেয়েছি। তার মধ্য থেকে রতনকে ২২ শত টাকা দিয়েছি আর বাকি টাকা আমি নিজে রেখেছি।

এ বিষয়ে রতনের সাথে কথা হলে তিনি জানান, মাধবদীর আবুল বাশার নামে এক ব্যক্তি আমাকে দায়িত্ব দিয়েছে ভৈরব থেকে ২০ লাখ সদস্য সংগ্রহ করে দিতে। সদস্য হওয়ার পর প্রত্যেকে লটারির মাধ্যমে ১ লাখ টাকা করে লোন পাবে। বিনিময়ে লোন গ্রহিতাদের কাছ থেকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দীর্ঘ মেয়াদী সময়ে এ লোনের টাকা কর্তন করা হবে।

লিফলেটে লিখা, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামের পাশে লিখা মোবাইল নাম্বারে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাদের সংগঠনের নামে কোন টাকা পয়সা লেন দেনের নিয়ম নেই। সদস্য করার নামে যদি কেউ কারো কাছ থেকে টাকা পয়সা নেয় তাহলে আপনারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করুন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান সবুজ বলেন, কোন সংগঠনের নাম ভাঙ্গিয়ে প্রতারণার মাধ্যমে যদি কেউ সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে তাহলে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST