কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ পরশ খান (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার পরশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার রবি মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ভৈরবের কালিপুর সাকিন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি পরশকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় তার কাছ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পরশের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।