নিজস্ব প্রতিনিধিঃ
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা ও শহর শাখা খেলাফত মজলিস।
বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক শহীদী মসজিদ থেকে শুরু করে জেলা শহরের শহীদ আরমান সড়ক, গৌরাঙ্গ বাজার, স্টেশন রোড, কালীবাড়ি মোড়, আখড়া বাজার হয়ে নুর মসজিদের সামনে গিয় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সংগঠনের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ্ বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্।
খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখারসহ সাধারণ সম্পাদক শামীম আহমাদ, ইসালামী যুব মজলিসের জেলা শাখার আহ্বায়ক মাওলানা অলীউর রহমান, সদস্য সচিব আহমাদ আকরাম, খেলাফত মজলিসের কিশোরগঞ্জ শহর শাখার সহ সভাপতি মুফতি শফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, শহর শাখার বায়তুলমাল সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।