মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র মাসিক সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম বয়োজ্যেষ্ঠ সদস্য মোঃ আলাল উদ্দিনের পরিচালনায় সংগঠনের সভাপতি এস এম বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না, মোঃ জসিম উদ্দিন রবীন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, অর্থ সম্পাদক কাজী সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক কাজী রাকিবুল আলম, প্রকাশনা সম্পাদক লেঃ মোঃ অহিদুর রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হক, সাংস্কৃতিক সস্পাদক শাহীন সুলতানা, যুববিষয়ক সম্পাদক মিলাদ হোসেন অপু, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসাইন বাবুল, কাজী মোঃ উসমান গণি, মোঃ জাকির হোসেন, মোঃ নজরুল ইসলাম, ফাতেমা বেগম দীপালী, আফসানা নাজনীন প্রিয়া, শফিকুল ইসলাম, আমজাদ মিয়া প্রমুখ।
সাধারণ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আশরাফুল আলম, নীপা রহমান, ছাবেরা খানম সুবর্ণা, মোঃ শাহ আলম, জেসমিন আক্তার,জান্নাতুল ইসলাম শ্যামা, তাসলিমা খাতুন লিছা, সোনিয়া আক্তার, মুন্নী সাহা ও কাজল মিয়া।
সভায় নিসচা ভৈরব শাখার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে নানামূখী কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- একটি বর্ণাঢ্য রঙ্গীন স্মরণীকা নিরাপদ প্রকাশ, সড়ক দুর্ঘটনায় নিহত দশজন পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান, নিরাপদ সড়ক বাস্তবায়নে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান, পরিবহন চালক প্রশিক্ষণ, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে সহ-সভাপতি জসিম উদ্দিন রবীনকে আহবায়ক, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ময়না, সহ-সাধারণ সম্পাদক লোকমান সরকার ও সহ-সাধারণ সম্পাদক বশির আহমেদ বিপ্লবকে যুগ্ম-আহবায়ক ও সহ-সাধারন সম্পাদক প্রভাষক ইমরান হোসাইনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও আগামী ৪ মে ঢাকায় ১০ ম জাতীয় মহাসমাবেশে সর্বোচ্চ উপস্থিতির বিষয়ে আলোচনা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।