নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলাকে দলমত নির্বিশেষে একটি জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে ১১ দফা ইশতেহার ঘোষণা করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলম। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায় সম্প্রতি বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।
রবিবার (৫ মে) সকাল সাড়ে এগারোটায় জেলা শহরের আখরাবাজাস্থ এলাকায় তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে তিনি শিক্ষা, চিকিৎসা, কৃষি, আইসিটি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা সর্বোপরি একটি দূর্নীতিমুক্ত-স্বচ্ছ জবাবদিহিতামূলক জনবান্ধন উপজেলা পরিষদ হিসেবে জনসেবাকে অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে তোলার দৃড় অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও তিনি বলেন আমার জীবনের ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে মাদকমুক্ত কিশোরগঞ্জ গঠন, সামাজিক নিরাপত্তা জোরদার, শিশুদের বিনোদনে একটি শিশু পার্ক করারও মনোব্যক্ত করেন। সামাজিক কর্মসূচীতে তিনি সকল ওয়ার্ডে একটি করে কবরস্থান করার ইচ্ছে পোষণের কথাও বলেন। যে ওয়ার্ডে কবরস্থান নেই। এছাড়াও ঈদগাহ, মসজিদ, মন্দির, শ্বশান,গোরস্থান, খেলার মাঠ উন্নয়নেও ভূমিকা রাখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ করেন তিনি।
শিক্ষাব্যবস্থা ও কৃষিকে প্রাধান্য দিয়ে এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য কেমিক্যাল ও ভেজালমুক্ত খাদ্যের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের উপর সুদৃষ্টি রাখবেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূইয়াসহ বিপুল সংখ্যক কর্মী, সমর্থক ও এলাকার ভোটাররা উপস্থিত উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল আলম। উল্লেখ্য যে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চলতি মে মাসের ৮ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।