ঢাকা প্রতিনিধিঃ
ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকনের অন্ধ ও সন্ত্রাসী সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল’র উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার জজকোর্ট প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট রোকন রেজা শেখ’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ল’ইয়ার্স কাউন্সিল’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এস এম কামাল উদদীন।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার এডভোকেট আবু বাক্কার সিদ্দিক, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা বার শাখার সাধারণ সম্পাদক এডভোকেট লুতফর রহমান আযাদ, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যকরী সদস্য এডভোকেট আজমত হোসাইন, এডভোকেট আব্দুল মালেক ইমন, এডভোকেট জাহেদুল আলম জুতি, এডভোকেট মোজাহিদ ইসলাম, এডভোকেট আবুল কাসেম, এডভোকেট আরিখ।
অন্যান্যদের মধ্যে এডভোকেট শাহজাদা শাকিল উদ্দীন প্রিন্স, এডভোকেট শাহ মোঃ মাহফুল হক, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট জিল্লুর রহমান অযমি, এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, এডভোকেট এম আর মাসউদ, এডভোকেট রেয়াজুল হক রিয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতা ও হিন্দুত্ববাদী ইসকন সংগঠনের ত্রিমূখী সংর্ঘষের সময় ইসকনের অন্ধ সন্ত্রাসী সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজকোর্টর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।