ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসনের উদ্যোগে আর নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ইটনা থানার মাঠে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।
এরপর সকাল ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক এবং উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা।
এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা, উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, ইটনা ফায়ার সার্ভিস স্টেশন, মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়, ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ইটনা নূরপুর দারুচ্ছালাম দাখিল মাদ্রাসা, রাজেন্দ্র আশালতা আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮ টা ৪৫ মিনিটে সর্বস্তরের মানুষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক এবং ইটনা থানার অফিসার মোঃ মনোয়ার হোসেন।
সকাল ১০ টায় শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশনা।মবেলা ১০:৩০ মিনিটে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।
বেলা সাড়ে এগারোটায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।