নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার উদ্যোগে পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা কার্যালয়ে উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন’র দারসুল কুরআনের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।
উদ্ভোধনী বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাহবুব উল্লাহ মুছা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মু. সাইফুল্লাহ “পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য” বিষয়ে বক্তব্য রাখেন।
সংগঠন পদ্ধতি বইয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসাইন। বক্তব্য পেশ করেন সাবেক ভৈরব উপজেলা আমীর ও জেলা ইউনিট সদস্য মোঃ কামরুল ইসলাম, উপজেলা সহ:সেক্রেটারি প্রভাষক শাহ আলম, বায়তুলমাল সম্পাদক মোঃ আজিজুল হক।
আরো আলোচনায় অংশগ্রহণ করেন পৌরসভা আমীর মোঃ শাহজাহান সরকার, ইউনিয়ন সভাপতিগণ এবং ডেলিগেটবৃন্দ। সর্বশেষে মুহতারাম উপজেলা আমীর সাহেবের সমাপনী বক্তব্য, মোহাসাবা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শিক্ষাশিবির শেষ হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।