নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ এর বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে সাংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ এ সংবাদ সম্মেলন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড, আসাদুল হক আতিক, অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজু মিয়া।
সংবাদ সম্মেলনে সৈয়দ সাইদ আহমেদ তার লিখিত বক্তব্যে বলেন, আমি দুই দশকের অধিককাল থেকে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। বিএনপি করতে গিয়ে জেল-জুলুমেরও স্বীকার হয়েছি কিন্তু জাতীয়তাবাদী আদর্শ বিচ্যুতি হইনি।
গত ৫ আগষ্টের পর থেকেই আমার প্রতিপক্ষসহ একটি কুচক্রি মহল এলাকার সব উন্নয়নে বাধাগ্রস্তসহ আমার ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে সক্রিয় রয়েছেন।
এরই ধারাবাহিকতায় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকায় “অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতির নানা অপকর্মে ইমেজ সংকটে বিএনপি” শিরোনামে সংবাদ প্রকাশ করে। সেই সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় পতিপন্ন ও রাজনৈতিকভাবে ক্ষতিকরার জন্য সংবাদ প্রকাশ করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক। আমি এই মিথ্যা ষড়যন্ত্র মূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।