কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইমাম-উলামা পরিষদ।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদজুমা জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বিবেচনায় না নিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন। বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থী ও মুসুল্লীসহ কয়েক হাজার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।