নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২০২৪ সালের এসএসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিসহ ৫ লাখ ৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে ডিএসকের কারিগরি কর্মকর্তা আমিনুল হকের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুজ্জামান ভূঞা।
অনুষ্ঠানে উপজেলার ১২জন এসএসসি মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি ১২ হাজার টাকা ও এইচএসসি ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি ২৪ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এছাড়াও ডিএসকের দরিদ্র ৪ জন সদস্যকে জনপ্রতি ১২ হাজার টাকার চিকিৎসা খরচের চেক তুলে দেওয়া হয়।
এসময় উপকারভোগী মেধাবী কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ডিএসকের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।