মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
৪ নভেম্বর বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক সংবাদপত্র “দৈনিক প্রথম আলো”র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রথম আলো ভৈরব বন্ধুসভা তাদের নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে ১২ জন মরনোত্তর চক্ষুদানকারী এবং ১২ জন ৪০ বার রক্তদানকারীকে সংবর্ধিত করা হয়।
মোট ২৪ জন মানবিক দূতকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, উপদেষ্টা মোঃ আলাল উদ্দিন,শাহ আলম জনি ও আরাফাত ভুইয়া।
বন্ধু সভার সভাপতি সুমাইয়া হামিদ দিয়া সাধারণ সম্পাদক ছিদরাতুল রশিদ পিয়াল বন্ধুসভার সাবেক সভাপতি ইকরাম বক্সসহ ভৈরব বন্ধু সভার একঝাঁক বন্ধুরা। প্রথম আলো ভৈরব বন্ধুসভা বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র, বৃক্ষরোপণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, সহমর্মিতার ঈদ কর্মসূচি, বন্ধু উৎসব, বইমেলায় নিয়মিত স্টল দেওয়া,রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বার্ষিক বনভোজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মানবিক মানুষ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধিতসহ জনকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই ভৈরবসহ দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এ ছাড়াও সংগঠনটি বেশ কবার জাতীয় পুরস্কারসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সম্মাননা অর্জন ও পুরস্কার লাভ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।