নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ আল হেরা মডেল একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল এগারোটাও আল হেরা মডেল একাডেমি’র নিজস্ব হলরুমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুফতি মাওলানা কামাল উদ্দীন ফরায়েজি ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোসাদ্দেক আলী ভূইয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল পেপার হাউসের প্রোপ্রাইটর আ.ম.ম আব্দুল হক,বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন এর জেলা সভাপতি হাকীম মাওলানা ফখরুল আলম, হাওর টাইমস সম্পাদক খায়রুল ইসলাম ভূইয়া,হাজী আব্দুল করিম ইসলামিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা বশির আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জহিরুল ইসলাম জহির। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আল হেরা মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।