এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত এক যুবকসহ এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ভৈরব থানা পুলিশ শহরের ভৈরবপুর উত্তরপাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে এবং বিকেল ৩টায় ভৈরব নৌ পুলিশ সদস্যরা পৌর এলাকার পদ্মা ডিপো সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় শিশু মিয়া নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন । শিশু মিয়া ভৈরব পৌর শহরের চণ্ডিবের পলতাকান্দা এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভোগছিলেন শিশু মিয়া।
আজ সকাল ১১ টায় বাড়ি থেকে হাটাহাটি করতে বের হয়। ১২ টার দিকে শিশু মিয়া মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ৯৯৯ এ কল দেয়। তিনটার দিকে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
ভৈরব নৌ থানা পুলিশ উপ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ৯৯৯ এ খবর পেয়ে মেঘনা নদী থেকে শিশু মিয়া নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।