সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের মা জরিনা আক্তার (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জরিনা আক্তার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে নানা শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
রোববার আছর নামাজের পর কিশোরগঞ্জ জেলার হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।