অষ্টগ্রাম প্রতিনিধিঃ
গাঁজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে আগ্রাসী ইজরায়েলি বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নিরপরাধ শিশু,নারী সহ নাগরিকদের মৃত্যুর প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাঙ্গালপাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ আছর বাঙ্গালপাড়ার সর্বস্তরের মুসলিম জনতা এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাঙ্গালপাড়া বাজারে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা গাজায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়-ইজরায়েল- ফিলিস্তিন যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ আজ । ৮ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের শুরু। হামাসের এ হামলার পরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েল। গাঁজা উপত্যকায় ইসরাইলের অবিরাম বিমান হামলায় প্রতিদিন ঝরছে প্রাণ, নির্বিকারে হত্যা করা হচ্ছে গাজার নিরপরাধ শিশু- নারীসহ নাগরিকদের।
১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ফলে মানবিক সংকট গুরুতর আকার ধারণ করেছে। সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বিভিন্ন স্কুল ও শিবিরে আশ্রয় নেওয়া এসব শরণার্থী পানি ছাড়াও চরম খাদ্য সংকটের মুখে রয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে চিকিৎসা সামগ্রির অভাব।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।