শাফায়েত নাজমুল ,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নোয়াকান্দি গ্রামে শ্রীশ্রী নোয়াকান্দি কালীমন্দিরে নবনির্মিত নাট মন্দিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী ঝন্টু কুমার সাহা (সিআইপি)।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার পিতা স্বর্গীয় জগদীশ চন্দ্র সাহা এর স্মৃতির উদ্দেশ্যে এ মন্দির উৎসর্গ করেন ৷
নোয়াখালী পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ শ্রী দুলাল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষক লীগ নেতা মোঃ সাদেক হোসেন ,স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহ আলম ,আওয়ামীলীগ নেতা মোঃ নাসিম ,মোঃ মনির হোসেন, কামাল হোসেন ,যুবলীগ নেতা শফিকুল ইসলাম।
মন্দির উদ্বোধন কালে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী বিপুলসংখ্যক ভক্তগণ উপস্থিত ছিলেন ৷
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।