1. admin@haortimes24.com : admin :
স্বাধীনতার পর ঢাকায় সর্ববৃহৎ জনসমুদ্রে চরমোনাই পীরের বলিষ্ঠ ঘোষণা অবিলম্বে পদত্যাগ করতে হবে - হাওর টাইমস ২৪
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত! কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের ইন্তেকাল কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ও ৭ টি হাইড্রোলিক হর্ন জব্দ ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে বাবা গ্রেফতার ভৈরবে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের অভিযানে ৩৪ হোন্ডা ও সিএনজির বিরুদ্ধে মামলা
শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত! কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের ইন্তেকাল কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ও ৭ টি হাইড্রোলিক হর্ন জব্দ ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে বাবা গ্রেফতার ভৈরবে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের অভিযানে ৩৪ হোন্ডা ও সিএনজির বিরুদ্ধে মামলা

স্বাধীনতার পর ঢাকায় সর্ববৃহৎ জনসমুদ্রে চরমোনাই পীরের বলিষ্ঠ ঘোষণা অবিলম্বে পদত্যাগ করতে হবে

  • প্রকাশ কাল শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত হয়েছে

ছাইদুর রহমান নাঈম, নিজস্ব প্রতিনিধিঃ

অভূতপূর্ব ঐতিহাসিক এক সমাবেশ। স্বাধীনতার পর দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। লাখো লাখো মানুষের জনসমুদ্রে বৃহৎ সোহরাওয়ার্দী উদ্যানকে অসহায় মনে হচ্ছিলো। তিল ধরনের ঠাঁই নেই কোথাও। এ যেন আরেক টঙ্গী ইজতেমা মাঠ। রাজনৈতিক মহলের ধারণা মতে অন্তত ৫০ লাখ মানুষের উপস্থিতি ছিলো সমাবেশে। মাঠ ভরে আশপাশের অন্তত ৫ কিলোমিটার মানুষে ভরপুর ছিলো।

সারাদেশের আগত মানুষের এক মহা স্রোত এসে মিশেছে যেন সোহরাওয়ার্দী উদ্যানে। একেকটি মিছিলে ২০-৩০ হাজার মানুষের উপস্থিতি ছিলো। পুরো চিত্র ক্যামেরায় ধারণ করা ছিলো অসম্ভব।

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয় গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছে দলটি।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত মহাসমাবেশ এ ঘোষণা দেন দলটির আমির ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয় গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপির সব নেতাদের মুক্তি ও রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে হবে। দাবি না মানলে সরকার পতনের দাবিতে আন্দোলনরত বিরোধীদলের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন ঘোষণা করছি।

দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই দাবি নিয়ে এসেছি। আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা ও গরিবের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ক্ষমতায় থাকতে চায় জানিয়ে তিনি বলেন, সরকার ক্ষমতার মজা পেয়ে গেছে। গোটা দেশের মানুষ জেলখানায় আবদ্ধ। এদেশের মানুষের স্বাধীনতা নাই। এই জেলের তালা ভাঙতে হবে। কোন ছলচাতুরি চলবে না। আমরা কারও বিরুদ্ধে নই। এই আন্দোলন যারা ভোট দিতে চায় তাদের জন্য।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, নিরেপেক্ষ নির্বাচন না হওয়ায় বিদেশি শক্তি নাক গলাচ্ছে। আপনি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে আমরা লড়াই করবো।

দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মহাসমাবেশে লাখ লাখ মানুষ এসেছে। কাউকে ভাড়া করে আনা হয় নাই। সবাই নিজের পকেটের টাকা খরচ করে পির সাহেবের চরমোনাইয়ের নির্দেশনা পালন করেছে। আগামীতে পির সাহেবের ঘোষিত যে কোনো কর্মসূচি আমরা পালন করবো।

দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এ সরকারকে দেশের মানুষ বিশ্বাস করে না। আপনাদের অধীনে নির্বাচন তো দূরের কথা, আপনাদের আর এক মুহূর্তে ক্ষমতায় দেখতে চায় না। যত দ্রুত ক্ষমতা থেকে যাবেন তত দ্রুত দেশের মানুষ মুক্তি পাবে। তিনি বলেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে পারেননি।

দেশের আইন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশনসহ গোটা দেশকে ধ্বংস করেছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পদত্যাগ করেন, বিরোধী দলের সঙ্গে সংলাপে বসেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST