নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।
শনিবার (৪ নভেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মহিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, সমবায়ী পীযুস কান্তি দাস, মাঠকর্মী ইসলাম উদ্দিন প্রমুখ।
পরে বিভিন্ন ক্যাটাগরীতে সমবায়ীদের সমমনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।