নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের ১৩ থানার মধ্যে ৮ থানার ওসিকে জেলার মধ্যেই একই ৮ থানায় বদলি জনিত ওদল-বদল করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে জানা গেছে, কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদকে কটিয়াদী মডেল থানায়, হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটুকে পাকুন্দিয়া থানায়, পাকুন্দিয়া থানার ওসি মো. নাহিদ হাসনান সুমনকে হোসেনপুর থানায়,অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মোর্শেদ জামানকে বাজিতপুর থানায়, বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামকে অষ্টগ্রাম থানায়,কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেনকে নিকলী থানায় ও নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহানকে কুলিয়ারচর থানায় বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এই প্রজ্ঞাপনে সারাদেশের ৩৩৮টি থানার ওসিকে বদলি করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।