এম এ আকবর খন্দকারঃ-
কিশোরগঞ্জে নারীর উপর সহিংসতা প্রতিরোধ তথ্যপ্রযুক্তিতে তরুণ ও যুব নারীর ঝুঁকি ও সম্ভাবনা বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেন্বর) সকালে কেন্দ্রীয় নারী পক্ষের সহযোগিতায় জেলা দুর্বার নেটওয়ার্ক ও তরুণ নারী দলে আয়োজনে জেলা শহরের তারাপাশা এলাকায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের জেলা প্রতিনিধি হাসিনা হায়দার চামেলী।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেজুতি কর্মমুখী নারী কল্যাণ সমিতির সভাপতি বিলকিস বেগম।
বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, মহিলা পরিষদেের সভাপতি এ্যাডভোকেট মায়া ভৌমিক,সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, বিশিষ্ট আইনজীবী, অ্যাডভোকেট শংকরী রানী সাহা, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন্নেসা চিনু, ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, তরুণ নারী দলেরর পক্ষে কামরুন আরা বর্ষা প্রমুখ। অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও যুব নারীরা অংশগ্রহণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।