নিজস্ব প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে শহীদ স্মৃতিসৌধে নির্মিত বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংগঠনটির জেলা সদস্যরা।
তাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি এফ এম আব্বাস উদ্দীন, এ জেড আল মুজাহিদ, এ্যাড,নজরুল ইসলাম, মিজানুর রহমান রিপন, সোহেল রানা, আসাদুজ্জামান জুয়েল, জিকু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএমইউজে’র কিশোরগঞ্জ জেলা সভাপতি মোঃখায়রুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এর নেতৃত্বে জেলা কমিটি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।