নিজস্ব প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসার উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় তাড়াইল উপজেলা সদরের উত্তরায় অবস্থিত দারুল কুরআন মহিলা মাদরাসা থেকে র্যালিটি শুরু হয়ে তাড়াইল বাজার গার্লস স্কুল মার্কেট, মধ্য সাচাইল, পশ্চিম সাচাইল (বালিগাতী বাজার), পুরাতন বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, হাসপাতাল রোড, উপজেলা পরিষদ, থানার মোড় ও গোরস্থান মার্কেট প্রদক্ষিণ করে। র্যালি শেষে দারুল কুরআনের নতুন ক্যাম্পাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দারুল কুআনের পরিচালক এমদাদুল্লাহ্’র সভাপতিত্বে দারুল কুরআনের বিজয় দিবসের এ কর্মসূচিতে সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (বিএসসি) মোহাম্মদ মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. আবুল হাশেম, তালজাঙ্গা ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আতাউর রহমান, দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব মুফতি হাসান আহমাদ, দারুল কুরআনের হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, নাযেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেয হোসাইন আহমাদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক, হাফেয মো. আনোয়ার হোসেন, আবুল কাশেম, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।