বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নে ‘সাভিয়ানগর হাজী লাল মিয়া নূরানীয়া হাফিজীয়া মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন দেওঘর ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।
আজ বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আবু সায়েদ সালেহীর সভাপতিত্বে ফলাফল ঘোষণা করেন, মাদরাসার প্রিন্সিপ্যাল হাফেজ আবু রায়হান।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন, নরসিংদী শহীদ আসাদ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ, হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমান চৌধুরী, দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সুজন খাঁন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলা সভাপতি মো. ফরিদ রায়হান, সাধারণ সম্পাদক শেখ বোরহান উদ্দিন প্রমুখ।
পরে, সাভিয়ানগর হাজী লাল মিয়া নূরানীয়া হাফিজীয়া মাদরাসার শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।