মোহাম্মদ খলিলুর রহমান:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াইয়ের বাকি আর মাত্র তিন দিন। শেষ মুহূর্তে নির্বাচনের মাঠ নিজের পক্ষে রাখতে মরিয়া প্রার্থীরা। প্রচন্ড শীত উপেক্ষা করে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। ক্রমেই উত্তাপ বাড়ছে কিশোরগঞ্জ- ৫ আসনে প্রার্থীদের প্রচারণা।
নিকলী-বাজিতপুর আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৬ জন হলেও মূলত নির্বাচনী প্রচার প্রচারণায় অনেকটা এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. আফজাল হোসেন নৌকা আর স্বতন্ত্র প্রার্থী বাবু সুব্রত পাল (সিআইপি) ঈগল প্রতীক নিয়ে।
এলাকার সাধারণ ভোটাররা মনে করেন এবার এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত অংশ না নেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনী উৎসবে ভাটা পড়েছে। এই নির্বাচন নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।
প্রধান প্রতিপক্ষের শূন্যতা পূরণের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর কাল হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কা। নৌকা আর ঈগল প্রতীকের প্রার্থীরা ভোর থেকে রাত পর্যন্ত বিরামহীন ভাবে নির্বাচনী এলাকায় প্রার্থী নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পোস্টার সাঁটানো, মাইকিং, পাড়া-মহল্লায় গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করে তারা।
বিভিন্ন সভা গণসংযোগে বর্তমান সাংসদ মো. আফজাল হোসেন (নৌকা) এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলিকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন ।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী বাবু সুব্রত পাল দলের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রতিশ্রুতি দিয়ে বাজিতপুর-নিকলী চষে বেড়াচ্ছেন।
এই আসনে অপর চার প্রার্থী হলেন জাতীয় পার্টি মাহবুবুল আলম, কৃষক শ্রমিক জনতা লীগ সাজ্জাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইমদাদুল হক, তৃনমূল বিএনপির মো. সোহরাব হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট রবিন মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাজিতপুর-নিকর্ত্রীর সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটি শুরু হয়েছে বাবু সুব্রত পালের ঈগল আর নৌকা প্রতীকে। এই দুই প্রার্থীর প্রচারণা ও জনসংযোগে চাঙ্গা রয়েছে ভোটের মাঠে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত সভা, সমাবেশ, উঠোন বৈঠক ও লিফলেট বিতরণ করে প্রচারনার শেষ দিন পর্যন্ত ভোট প্রার্থনা করেছেন।
বাল্লিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম বলেন, বাজিতপুর-নিকলীর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আফজাল হোসেনকে নৌকা মার্কা ভোট দেবে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ রফিকুন্নবী সাথী বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীরা অগ্নির ওপর দাঁড়িয়ে সুব্রত পালের পক্ষে ঈগল পাখির প্রচার কাজ চালাতে হচ্ছে। যত বাধাই আসুক ৭ জানুয়ারি ঈগলের পক্ষে বাজিতপুর- নিকলীর সর্বস্তরের জনগণ নীরব বিপ্লব ঘটাবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।