বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে ৩শ জন শীতার্ত মানুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে অষ্টগ্রাম দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকালে ইউনিয়নের বর্ধমানপাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়।
সু্ত্র জানায়, অষ্টগ্রাম দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার হতদরিদ্র ৩শ জন নারী-পুরুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল, সমাজ সেবক হুমায়ূন কবির, মোকাম্মেল হোসেন সোহেল, সংগঠনের প্রতিষ্ঠাতা হাফেজ জাকির হোসেন আশরাফী প্রমুখ।
এ বিষয়ে হাফেজ জাকির হোসেন আশরাফী বলেন, আমরা আরামে থাকবো আর অসহায় মানুষেরা কষ্টে থাকতে তা মেনে নেওয়া যায় না। তাই আমরা নিজেদের অর্থ্যয়নে প্রতি বছর সাধ্যমত শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।