নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টা পুলেরঘাট টু পাকুন্দিয়া সড়কে ছোট আজলদী নোভা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৬০) উপজেলার নারান্দী গ্রামের বাসিন্দা ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান সকাল ১১ টার সাইকেল চালিয়ে বাড়ি থেকে আজলদী বাজারে যাওয়া পথে পাকুন্দিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক ব্রেক করলে ট্রাকের পেছনে থাকা সাইকেলটি চাপা পড়ে গুরুতর আহত হন হাবিব। পথচারীরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ সময় তাঁর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে পাকুন্দিয়া থানা নিয়ে যায়।
পাকুন্দিয়া থানার এসআই জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে নিহত হাবিবুর রহমানের লাশের সুরতহাল শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।