বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনের অলওয়েদার সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত ও ১জন আহত হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) বিকালে মিঠামইনের ঢাকি ব্রীজে এই দূর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন লরি চালক মটর সাইকেল নিয়ে ইটনা থেকে মিঠামইন আসার পথে, ঢাকী ইউনিয়নের ঢাকীর ব্রীজ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পিলারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুই জন মারা যায়।
পরে, খবর পেয়ে মিঠামইন ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন, মিঠামইনের চানপুর এলাকার আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার কাঁঠাল বাড়ি এলাকার মৃত আব্দুস সালাম এর ছেলে আমীর হোসেন (২০)।
এছাড়াও ঘাগড়া দর্গাহাটি এলাকার রেজু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩০) আহত হয়েছেন। উনাকে মূমুর্ষু অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।