নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে টমটম ও অটোরিকশার সংঘর্ষে পিতা পুত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন কুলিয়ারচর পৌরসভার নোয়াগাঁও বেপারীপাড়া এলাকার আকতার আলী (৩২) ও তার ছেলে আনাস (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে কুলিয়ারচর পৌরসভার নোয়াগাঁও বেপারীপাড়া এলাকায় টমটম ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা ও টমটমের দুই চালককে আটক করেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।