কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ মাঠের শহীদ মিনার বেদীতে রাত ১২ টা ১ মিনিটে পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী প্রদান হয়।
প্রথমে স্থানীয় সাংসদ ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠন, পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
এছারাও ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসায়ও নানাবিধ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।