1. admin@haortimes24.com : admin :
মিঠামইনে বিদ্যালয়ে কন্যা শিশু ভর্তি বৃদ্ধির লক্ষ্যে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রচারাভিযান - হাওর টাইমস ২৪
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত
শিরোনাম
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত

মিঠামইনে বিদ্যালয়ে কন্যা শিশু ভর্তি বৃদ্ধির লক্ষ্যে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রচারাভিযান

  • প্রকাশ কাল শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত হয়েছে

মোহাম্মদ খলিলুর রহমানঃ

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পিছিয়ে পড়া মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চার দিনব্যাপী কমিউনিটি ভিত্তিক প্রচারাভিযান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে মালালা ফান্ডের সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সচেতনতা বাড়ানো প্রচারাভিযান সম্পন্ন হয়।

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের অদম্য’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া।

এই সময় উপস্থিত ছিলেন ঘাগড়া আঃ. গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম । প্রকল্প কর্মকর্তা শিহাব সওগাত খান, প্রকল্প সহকারী মীর মোঃ জামিল উদ্দিন, ডিজিটাল শিক্ষক সাগর আহম্মেদ শান্ত ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও স্বেচ্ছাসেবক গণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দারিদ্র্য, অপ্রতুল শিক্ষা অবকাঠামো ও প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে হাওরাঞ্চলের মেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়া অনেক কঠিন। যার ফলে মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার কম এবং ঝরে পড়ার হার অনেক বেশি।

এ রকম পরিস্থিতিতে মালালা ফান্ডের সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্টের অদম্য প্রকল্প কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি ও শিক্ষার অধিকার সম্পর্কে সচেতন করার অংশ হিসেবে উপজেলার ঘাগড়া আ: গণি উচ্চ বিদ্যালয়ে প্রচার অভিযান শুরু করা হয়।

প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আমজাদ হোসেন জানান, হাওর অঞ্চলে পিছিয়ে পড়া মেয়ে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে । ১৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে মিঠামইন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুর ভর্তির হার বৃদ্ধির জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কমিউনিটি ভিত্তিক প্রচার অভিযান শীর্ষক প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
তিনি আরো জানান, মালালা ফান্ড শিশু ও নারীদের গুণগত শিক্ষা নিশ্চিতে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং গ্রামে এ প্রচার কাজ পরিচালনা করে । প্রচার অভিযানের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে শ্রেণিকক্ষে শিক্ষকরা তাদের উদ্বুদ্ধ করেন।
প্রচার অভিযান সফলভাবে বাস্তবায়ন করার জন্য জাগো ফাউন্ডেশন ট্রাস্টের কর্মীদের পাশাপাশি ১৫ জন ভলান্টিয়ারও নিযুক্ত করা হয়।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা সহজলভ্য করার মাধ্যমে প্রভাব তৈরি করার দিকে মনোযোগী। শিশুর মানসম্মত শিক্ষা এবং তরুণদেরকে পরিবর্তনের নির্মাতা হিসাবে ক্ষমতায়ন করা তাদের অন্যতম লক্ষ্য বলে জানান প্রজেক্ট ম্যানেজার আমজাদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া বলেন, দারিদ্র্য, বৈষম্য ও পরিবেশগত বিভিন্ন সমস্যার কারণে হাওর অঞ্চলে অর্ধেকর ও বেশি মেয়ে শিক্ষার্থী ঝরে পড়ছে। জাগো ফাউন্ডেশন মিঠামইনে দুটি স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনে কাজ করছে । সামনে আরও নয়টি স্কুল ও দুটি মাদ্রাসায় কাজ শুরু করবে বলে শুনেছি । সুন্দর এবং গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য জাগো ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রচারাভিযানের সার্বিক লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST