1. admin@haortimes24.com : admin :
প্রচারের আড়ালে এক ইসলামী মহাজাগরণ চরমোনাই মাহফিল - হাওর টাইমস ২৪
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত! কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের ইন্তেকাল কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ও ৭ টি হাইড্রোলিক হর্ন জব্দ ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে বাবা গ্রেফতার ভৈরবে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের অভিযানে ৩৪ হোন্ডা ও সিএনজির বিরুদ্ধে মামলা
শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত! কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের ইন্তেকাল কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ও ৭ টি হাইড্রোলিক হর্ন জব্দ ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে বাবা গ্রেফতার ভৈরবে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের অভিযানে ৩৪ হোন্ডা ও সিএনজির বিরুদ্ধে মামলা

প্রচারের আড়ালে এক ইসলামী মহাজাগরণ চরমোনাই মাহফিল

  • প্রকাশ কাল সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩০ বার পঠিত হয়েছে

ছাইদুর রহমান নাঈমঃ

বরিশালের চরমোনাই ইউনিয়নে শুরু হচ্ছে ২৮.২৯ ও ১ মার্চ ফাল্গুনের ঐতিহাসিক চরমোনাই মাহফিল। আশপাশের ১০ কিলোমিটার এলাকা জুড়ে ৭ টি সুবিশাল মাঠে ৩ দিনব্যাপী এই মাহফিলটি অনুষ্ঠিত হয় ৷ মাঠের আয়তন অনুযায়ী আনুমানিক অর্ধ কোটি মানুষের এক মহামিলনের সমারোহ ঘটে। নিরাপত্তা ও মাইক, লাইটিং থেকে শুরু করে হাসপাতাল সবগুলো নিয়ন্ত্রণ করে অন্তত ২০ হাজার নিজস্ব স্বেচ্ছাসেবক।

প্রতি বছর মাহফিলের পরিধি বেড়েই চলেছে। বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে এটি হয়৷ দেশ বিদেশের নামকরা ইসলামী স্কলার ও আলেম ওলামারা এতে অংশ নেন৷ আমি এখন পর্যন্ত দুইবার মাহফিলে গিয়েছি৷ বিশেষ করে কৌতুহল থেকে জানা ও বুঝার জন্য। মাহফিলের পরিবেশ ও নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের কাজ দেখে মনে হলো যেনো ভুলে কোন ইসলামী দেশে চলে এসেছি৷ সবকিছু ধর্মীয় পরিবেশে হয়ে থাকে৷ তিনদিন অবস্থান করে মানুষের সাথে কথা বলে বুঝলাম আসলেই এটি হচ্ছে দিল পঁচে দুর্গন্ধ ছড়ানো মানুষকে আতরের ঘ্রাণে সাজিয়ে তুলার প্রচেষ্টা।

আল্লাহ ও ইসলাম বিমুখ মানুষকে ইসলাম ও দ্বীনের পথে আনার এক মহাজাগরণ৷ যে ভাবে ময়লা কাপড় লন্ড্রিতে ধুলায় হয়, তেমনি ওয়াজ নসিহত দিয়ে মানুষকে আল্লাহ ও ইসলামের পথে পরিপূর্ণ আনার চেষ্টা চলে এবং মানুষের বৈপ্লবিক পরিবর্তন ঘটে এর মাধ্যমে৷

নদীর পাড়ে শান্ত গ্রামটি আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত হয়ে ওঠে৷ যেন সন্ধা বেলার পাখির কলকাকলী। দেশের সব জেলা উপজেলা থেকে মানুষ জামাত নিয়ে আসেন৷ জীবনে একবার হলেও এই মাঠে যিনি তিনদিন অবস্থান করবেনা তিনি ইসলামী ভাবগাম্ভীর্য ও সৌন্দর্য দেখা ও অনুধাবন থেকে বঞ্চিত হবেন৷

শুক্রবার দিন যেন মৌমাছির মতো ছুটে আসেন মানুষ। নদী পথে ট্রলার লঞ্চ এর লাইন। সড়ক পথে বিরামহীন গাড়ির আসা। টুপি পাঞ্জাবি পরিহিত সব মানুষের স্রোত এসে মিশে মাহফিলের মাঠে৷ এ এক অন্যরকম পরিবেশ। নিজ চোখে দেখলেই কেবল অনুধাবন সম্ভব। একে অপরের প্রতি আন্তরিকতা চোখে পড়ার মতো৷ যেন সবাই এক মায়ের সন্তান। পথে পথে চলার সময় আল্লাহর জিকির করে চলছে মানুষ। তিন দিনের মধ্যে নামাজ ছাড়া বাকি কোন সময় যেখানে আল্লাহ জিকির বন্ধ হয়না৷ প্রতি ওয়াক্ত জামাতে নামাজ হয় মাঠে৷ চলে তালিম। নামাজ শিক্ষা ও কোরআন শিক্ষা চলে মাঠে ৷

এতবড় মাহফিলে নেই তেমন মিডিয়া কভারেজ৷ যেন এড়িয়ে যাওয়ার মতো৷ প্রায় অর্ধ কোটি মানুষের জমায়েতকে মিডিয়া চোখ বন্ধ করে এড়িয়ে যায়। হাতে গোনা কয়েকটি মিডিয়া কিছু খবর প্রচার করে কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল৷ জানিনা আয়োজকরা কোন উদ্যোগ নেন কিনা৷ দেশে এখন অনেক টেলিভিশন চ্যানেল। আয়োজকরা নিজ খরচে বা উদ্যোগে হলেও একটি মিডিয়াকে হলেও সরাসরি কভারেজ করাতে পারেন৷ দিনে কয়েকবার পুরো মাঠ সরাসরি সম্প্রচার করা হলে পরে এমনি বাকি মিডিয়া আগ্রহ দেখাবে৷ এতে এই জাগরণ ছড়িয়ে পড়বে দেশ দিগন্তে আরো৷ তাও সম্ভব না হলে নিজস্ব মিডিয়া সেল দিয়ে রাস্তা, মাঠ ও একাধিক স্থানের ফুটেজ ও ড্রোন ব্যাবহার করে সম্প্রচার করা যেতে পারে৷

মাহফিল উপলক্ষে বিভিন্ন ইসলামী দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো এবং ইসলামী দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাথে যোগাযোগ স্থাপন করে দাওয়াত দিলে এবং ভিডিও ছবি সরবরাহ করে দিলে তা আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে পড়বে পরিচিতি এবং খেদমত৷

এছাড়াও মাহফিল কমিটির তত্বাবধানে নিজস্ব লোক দিয়ে বাজার স্থাপন ও হোটেল স্থাপন করলে সবার জন্য উপকার হবে৷ কম দামে বাজার করতে পারবে৷ পানির সমস্যা বেশি হয়। নিজস্ব ভাবে পানি ফিল্টারিং করে তা বোতলজাত করে সীমিত দামে বিক্রি করলে একদিকে পানির ঘাটতি পুরণ হবে অপরদিকে অর্থনৈতিক সাশ্রয় হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST