1. admin@haortimes24.com : admin :
ভৈরবে বিশেষ বেতনের জন্য শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ - হাওর টাইমস ২৪
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মধ্য রাতে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ইটনায় ডিএসকের ৫ লাখ ৪ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে ৩ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু ময়মনসিংহের ৬ থানার ওসিকে ১ দিনের ব্যবধানে বদলি জামাতা কর্তৃক শ্বাশুড়ি খুন, মাত্র ২ দিনেই ঘাতক জামাতাকে গ্রেফতার করে পিবিআই অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান-লাখ টাকা জরিমানা ও সিলগালা বিকেওএ অষ্টগ্রাম উপজেলা কমিটির সভাপতি রায়হান-সম্পাদক বোরহান নির্বাচিত কিশোরগঞ্জে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি মাওলানা রইছ উদ্দিন হত্যার প্রতিবাদে ভৈরব দুর্জয় মোড়ে অবরোধ কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
শিরোনাম
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মধ্য রাতে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ইটনায় ডিএসকের ৫ লাখ ৪ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে ৩ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু ময়মনসিংহের ৬ থানার ওসিকে ১ দিনের ব্যবধানে বদলি জামাতা কর্তৃক শ্বাশুড়ি খুন, মাত্র ২ দিনেই ঘাতক জামাতাকে গ্রেফতার করে পিবিআই অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান-লাখ টাকা জরিমানা ও সিলগালা বিকেওএ অষ্টগ্রাম উপজেলা কমিটির সভাপতি রায়হান-সম্পাদক বোরহান নির্বাচিত কিশোরগঞ্জে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি মাওলানা রইছ উদ্দিন হত্যার প্রতিবাদে ভৈরব দুর্জয় মোড়ে অবরোধ কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

ভৈরবে বিশেষ বেতনের জন্য শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে একটি বিদ্যালয়ের বিশেষ ক্লাসের পৃথক বেতন না দেয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বের করে দেয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান এর নিকট লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, এসএসসি পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে নিয়মিত ক্লাস বন্ধ থাকায় দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এক্সটা পৃথক মাসিক বেতনে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেন। সেই ক্লাসের বেতন না দেয়ায় বুধবার সকালের দিকে দশম শ্রেণীর ২০-২৫ জন শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করে শ্রেণীকক্ষ থেকে বের করে দেয় শিক্ষকরা। বিদ্যালয়ের শিক্ষক এনায়েত উল্লাহ, লোকমান হোসেন, আজিজুল হক নামে তিন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তারেক মিয়া বলেন, এসএসসি পরীক্ষার জন্য আমাদের কোন ক্লাস হচ্ছে না। তবে বিশেষ ক্লাসের নামে একটি ক্লাস চালু রয়েছে। আমরা সকল ছাত্র-ছাত্রীদের বিশেষ ক্লাস বাধ্যতামূলক পৃথক বেতন দিয়ে করতে হয়। আমাদের ক্লাসের বেতন ধরা হয়েছে ৫শ টাকা। মাসিক পরিক্ষার ফি ১শ টাকা। মোট ৬শ টাকা আমাদের এক্সটা মাসিক দিতে হচ্ছে।

কিন্তু আমাদের ক্লাসে সকল শিক্ষার্থীদের মাঝে কিছু শিক্ষার্থী রয়েছে অস্বচ্ছল পরিবারের। আমাদের অনেকের বাড়তি টাকা দিয়ে বিশেষ ক্লাস করার সামর্থ নেই। তাই টাকার জন্য আমরা বিশেষ ক্লাস ও পরীক্ষা অংশগ্রহন করতে পারি নাই সেই জন্যই ক্লাসে না গেলে ৫০ টাকা জরিমানা করা হয়। ফলে একদিকে এক্সটা বেতন ক্লাস না করলে দৈনিক ৫০ টাকা জরিমানা উভয় সন্কটে আছি। জরিমানার টাকা ও বিশেষ ক্লাসের বেতন দেইনি তাই আজ (বুধবার) সকালে শিক্ষকরা অসাধাচরণ করে ক্লাস থেকে বের দেয়।

আরেক শিক্ষার্থী সুরভী আক্তার বলেন, বিশেষ ক্লাসের নামে ৫০০ টাকা বেতন দেয়া লাগে। আর যদি ক্লাস না করি তাহল ৫০ টাকা জরিমানা দিতে হবে। টাকা দেইনি বলে ক্লাস শিক্ষকরা লেখাপড়া ছেড়ে দিতে বলেন। এছাড়া আমাদের কাছে টাকা না থাকলে প্রয়োজনে রক্ত বিক্রি করে টাকা দিতে বলেন। তাও যদি না পারো তাহলে তোমাদের মা-বাবাদের ভিক্ষা করে টাকা এনে দিতে বলেন শিক্ষকরা । এই শিক্ষার্থী আরও বলেন, সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস হয়। গত তিনদিন যাবত আমাদের ক্লাস নিচ্ছে না। আমরা যারা বেতনের টাকা দিতে না পারছি তিনদিন ধরেই আমাদের ক্লাস থেকে বের করে দিচ্ছে।

এ বিষয়ে কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেফটেন্যান্ট অব: মো. অহিদুর রহমান জানান, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আমার কাছে কেউ কোন কিছু জানাইনি। তবে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় শুধুমাত্র দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস নেয়া হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগের জবাবে তিনি আরো বলেন, যদি কোন শিক্ষক শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহার করে ক্লাস থেকে বের করে দেয় তার প্রমাণ পাওয়া গেলে অব্যশই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের অভিযোগের জবাবে অভিযুক্ত শিক্ষক এনায়েত উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাদের সাথে কোন রকম খারাপ ব্যবহার করিনি। তারা আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বলছে।

বিষয়টি সার্বিক অনুসন্ধানে জানা যায়, এ বিশেষ ক্লাস, বিশেষ বেতন স্কুলটি দীর্ঘদিন ধরে এক প্রকার জোর করেই চালাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়টি কেন্দ্র করে ইতিমধ্যে কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের স্কুল থেকে সরিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। সর্বোপরি এটি একটি স্মার্টলি বাণিজ্য বলে তদন্ত সাপেক্ষ বন্ধ করা জরুরি বলে অভিমত অভিজ্ঞ মহলের।

উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম বলেন, বিষয়টি জেনেছি। ইউএনও স্যার বিষয়টি অবগত হয়েছেন। আমরা খোঁজ নিয়ে দেখছি কি করা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান মুঠোফোনে জানান, গতকাল সন্ধ্যায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে। এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST