নিজস্ব প্রতিনিধিঃ
“করবো বীমা গড়ব দেশ-স্মার্ট হবে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বীমা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মহুয়া মমতাজ।
ডেলটা লাইফ ইন্সুইরেন্সের ইলিয়াস হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট এস এম মেহেদী হাসান, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ইনচার্জ আনিসুর রহমান, ন্যাশনাল লাইফ ইনচার্জ আসাদুজ্জামান খান, প্রগতি লাইফ ইনচার্জ এফ এম আব্বাস উদ্দিন, আলফা লাইফ ইনচার্জ মিজানুল হক, মার্কেন্টাইল লাইফ ইনচার্জ নাসির উদ্দিন, গার্ডিয়ান লাইফ ইনচার্জ ইলিয়াসুজ্জামান প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।