বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ‘হাওরাঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ, কৃষিতে সমস্যা-সম্ভাবনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে ‘কৃষক ও কৃষি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৫টায় অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে সংলাপ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশান জাহান।
হাওরাঞ্চলের প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন ও স্বল্প জমিতে অধিক ফসল আবাদের লক্ষ্যে কৃষিতে সমস্যা- সম্ভাবনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণে এই কৃষি সংলাপ অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত কৃষি সংলাপে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক দেব, যুবলীগ নেতা রফিকুল ইসলাম ফরুক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, কৃষক মোহাম্মদ রেখন মিয়া ও ইউপি সদস্য আবদুল বাসেদ প্রমুখ।
সময় উপযোগী ব্যতিক্রমী এমন আয়োজনের জন্য সদর ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, সাশ্রয়ী দামে কৃষি উপকরণ সরবরাহ, কৃষি পণ্য বিপনন ও হাওরে হিমাগার স্থাপনে সরকারের দ্রুত সহযোগিতা আশা করি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।