অজয় সাহা, রায়পুরা থেকেঃ
নরসিংদীর রায়পুরার ঐতিহ্যবাহী কালী বাড়ি মন্দিরে বারুণীস্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার পর থেকে ‘মধুকৃষ্ণ ত্রয়োদ্বশী তিথি নক্ষত্র যোগে’ নরসিংদীর রায়পুরা পশ্চিম পাড়া কালী বাড়ি তীর্থ স্নান ঘাটে দূরদুরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন ঘটে।
সনাতন ধর্ম মতে, পাপ মোচনের আশায় মন্ত্রপাঠ করে নদীতে স্নান করতে সমবেত হন ভক্ত পুণ্যার্থীরা। স্নান শেষে ঘাটে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে ওই এলাকায় গ্রাম্য মেলা বসে।
আয়োজক কমিটির সভাপতি বিশ্ব সাহা ও সাধারন সম্পাদক টিটু রঞ্জন রায় জানান, অনেক বছর আগে থেকে এ স্থানে বারুণী স্নান অনুষ্ঠান করা হচ্ছে। এটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান হলেও স্নান এবং মেলার নিরাপত্ত্বায় এলাকার সকল ধর্ম-মতের মানুষ সমবেত হন। এছর পবিত্র রমজান মাস থাকায় ধর্মীয় সংগীতের আয়োজন করা হয়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।