নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২৯ মে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন জমা ও যাচাই বাছাই এ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন পত্র বৈধ বলে জানা গেছে।
রবিবার (৫ মে) যাচাই বাছাই শেষে ইটনা উপজেলায় মোট ১৩ জনের মনোনয়ন পত্র বৈধ বলে জানা গেছে।
চেয়ারম্যান পদে বৈধ চৌধুরী কামরুল হাসান, মোঃখলিলুর রহমান, মোঃ ফেরদোস ঠাকুর, মোহাম্মদ আবুল কাউছার খান মিল্কী।
ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে বৈধ হয়েছেন-অরুণ কুমার ঘোষ,আল ইমরান, মোঃ শওকত হোসেন মীর,মোঃ সাকাওয়াত হোসেন, মোঃ সিব্বির মাহমুদ ও মোর্শেদ জামান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ হয়েছেন মোছাঃ মাহমুদা আক্তার রানা,মোছাঃ রোজি ও হাজেরা।
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আপিল ৬ মে। আপিল নিষ্পত্তি ৯ মে। প্রার্থীতা প্রত্যাহার ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহণ হবে ২৯ মে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।